রাত যত গাঢ় হতে থাকে-
মাদকতা করি অনুভব;
সবাই মগ্ন ঘুমের দেশে
আমি যেন নবীন পল্লব।


পৃথিবী ঘুমায় সকলের সুখে
সব কিছু আজ তন্দ্রাগত;
আমার যে হাজার অবসর
ভাবনারা আসে নিয়মিত।
আমি একা তাই বসে আজ
হয়ে গেছি শুধুই নীরব।


ভুলে যাই চোখ ঘুমহীন!
ঘুমানোর নেই কোনো ইচ্ছে;
চেয়ে দেখি জানালার ধারে
কোথায় কীসে আজব হচ্ছে!


রীতিনীতি বাধ্যবাধকতা
ঢেকে রাখা আমার শরীর;
এই নির্জন পৃথিবীতলে
একেবারে চেনা পৃথিবীর।
আমার আদল ভুলে গেছি
ভুলি নিত্য সেই কলরব।
      -------