রাঙামাটির কৃষ্ণকলি ও যুবতীপ্রিয়া!
বেখেয়ালি হাঁটার মাঝে কী গেছ ছড়াইয়া।


শরীরমাঝে দিয়ে গেছে হিল্লোলিত দোল
কাঁচারোদে ভাসে যেন যৌবনপাগল!
তোমার চোখে আছে মধু, যেন মায়ামৃগ
তোমার মাঝে নিশিপদ্ম ভিজেছে তুরঙ্গ।
চোখের কোণে দীপ্ত আলো ছন্দ বিছাইয়া।


ভেজাচুলে ভেজাদেহে কত সুশোভিত
তোমার ওই পুষ্পবনে আমি আমন্ত্রিত;
আড়ালেতে ডেকে গেছ করেছ আহ্বান
আমার শরীরে মেশে তোমার নবযৌবন
আমি পাগল হয়ে গেছি তোমাকে হেরিয়া।