ওই দূরে চেয়ে দেখো কালবৈশাখী
তাকে যেন দেখে অবাক হয়ে থাকি।
বৈশাখ মনেতে আজ আসে ঘূর্ণিপাক।


তোমরা দেখো ওগো সবাই চেয়ে-
কালো মেঘে এ আকাশ গেছে ছেয়ে।
দূরে দূরে বিজলী এলোমেলো বাতাস
কালোমেঘে ছেয়ে গেছে ও আকাশ
এখনই শুরু হবে নিনাদ আর ডাক।


চৈত্রের দাবদাহ মন মাঝে আছে-
যেন কত আর্তনাদ গাছে আর গাছে।
চারিদিকে নিঝুম দুপুরবেলায়
পৃথিবী নীরবে যেন আজিকে ঘুমায়।
সব অস্থিরতা আজ দূরে চলে যাক।