আজ জোছনার এই রাতখানি
কালো মেঘেতে রেখেছে ঢেকে;
মেঘ বুঝি করেছে আড়াল আজ
ওগো সুন্দর এ চাঁদকে;


কোথা থেকে উড়ে এলে তুমি মেঘ!
মনে এসে ছড়ালে আবেগ;
ঢেকে দিলে চন্দ্রের ওই হাসি-
কেমনে চাঁদেরে ভালোবাসি।
তুমি দূরে চলে যাও চাঁদ রেখে।


আমি শুধু দেখিব এ চাঁদ কণা
বসে আছি মনে আহ্লাদ;
যদি চাঁদ আড়ালেতে মিশে যায়
গোপনে মেঘ কাছে হারায়।
আজকি হবেনা দেখা চাঁদ টিকে।
       --------