খোলা হাওয়া উঠে আসে মন যমুনায়-
তোমার বসন 'পরে  আমি অসহায়!


মল্লিকামন্দির তলে, অগোছালো তুমি
আমার হৃদয় বলে তোমাকেই চুমি।
আকাশে তুলিয়া চোখ বালুকাবেলায়।


নিজেকে ধরেছ এনে প্রণয় উন্মাদ
সূর্য যে ডুবিছে দ্বারে মনেতে বিবাদ।


আজ বুঝি সব কথা চোখেতে নীরব,
নবীন মনের মাঝে জাগিছে উৎসব
চোখ জুড়ে জেগে আছে সুন্দর প্রণয়।