লাল গোলাপের ঝরা পাপড়ি গুলি
আর শোভা পায় না;
বর্ষা শরতে কভু কোকিলের সুর
ভালোলাগে না।


যখন সময় ছিল করেছি হেলা;
বলব বলব ভেবে ফুরাল বেলা।
সে আশার কথা গুলি আর বলা হল না।


পুরানো দিনের সকল স্মৃতি বুকের মাঝে
শয়নে স্বপনে কাছেতে এসে মনে বাজে
ব্যকুল হৃদয় আমার শীতল হল না।


** অসম্পাদিত।