কোনো রাতে যদি ঘুম ভেঙে গেছে লিখেছি তোমাতে কাব্য-
কখনও আবার মনের পাতায় ছবিখানি নিয়ে ভাবব।


সুরের মালাটি কণ্ঠেতে নিয়ে শুনিয়ে গিয়েছি গান;
আকাশের তারা গুনে গেছি আমি তোমাতেই অনুমান।
ডেকেছি তোমায় আদরে সোহাগে কাছে নেই তুমি মিতা
আবার লিখিব তোমাকে নিয়েই ছন্দ মাঝারে কবিতা।
তোমার আঁচল সোহাগে তুলিব সেথা আমি বুঝি সাজব।


হয় তো ভেবেছি তোমাকে নিয়েই আমার একলা ঘরে-
তোমার সকল স্নেহ ভালোবাসা আজ খুব মনে পড়ে;
শেষ রাতে তাই বসে বসে ভাবি তোমার কথাটি নিয়ে
এমন সময় একটি আদর আমার মুখেতে ছেয়ে।
আজ বুঝি মোর শুকনো সে নদী তোমার নামেতে নাব্য।