কোন নিশানায় মন যমুনায়
ঢেউ দিয়ে গেলে;
আবার শ্রাবণ জলের ধারায়
ঝুঁজে কিছু পেলে!


তুমিই আমার বুকের মাণিক
রাজার সে ধন;
তোমারে না দেখলে ঘরে প্রিয়তি
মন উচাটন।
কেন আজ সকাল বেলায় তুমি
এই দেশে এলে।


তোমার বুকের স্বপন রাতের
আমি এঁকে দেব;
তোমার বুকের মধুর ধারায়
ভালোবেসে নেব।
আমার ঘরে এসে আজ প্রিয়া গো
শাড়ি দাও মেলে।