কবিতা লেখার আনন্দ কোথাও পাবে না তুমি!
কবিতা আমার ঈশ্বর কবিতা জন্মভূমি।


কবিতারা ফুলের বাগান সুগন্ধি তার রেশ-
প্রজাপতির লক্ষ ডানায় স্বপনের পরিবেশ।
কে যেন আসে মৃদু হাওয়ায় শরীরে বোলায় স্নেহ!
শিউরে উঠি হাতের ছোঁয়ায় কবিতা তুমি যে প্রিয়।
কবিতা যেন পূর্ণলাভ কবিতা প্রিয়া মৌসুমি-


আমি যদি মুখোমুখি হই দেখেছি মানবী রূপ;
চাঁদের আলোয় মুগ্ধতা সেই তুমি অপরূপ।
আমি যেন আজ ভুলে থাকি পেয়ে সেই মাধুর্য;
কবিতা প্রেমে জীবন দেব কবিতা মাঝে ধার্য।
কবিতায় ডুবে থাকি আজ কবিতাকে আজ চুমি।


হৃদয়ে যত না বলা কথা গোপন সে শিহরণ;
সব কিছু যেন সহজেই করেছি রোমন্থন।
তাই বুঝি কবিতা আমার কবিতা আপনঘর;
কবিতা মাঝে প্রাণ সপেছি কবিতা যে ঈশ্বর।
কবিতা আমার প্রিয় বুঝি কবিতা মাঝারে আমি।