কেন এত ঘুম আজ তোমার চোখেতে!
সব ঘুম এসে গেছে চোখের বাঁকেতে।
রজনি হয়েছে দূর প্রভাতের ফাঁকে-
দেখো কত পাখিকূল কানে এসে ডাকে।


যখন ঘুমালে তুমি আকাশে জোছনা-
আমার ঘরেতে যেন চাঁদেরও কণা।
তুমি যে ঘুমালে আজ মৃদু অভিলাষে
সারা রাত জেগেছিনু দেখি ওই পাশে।
আমার কাতর কথা মধুর পুলকে।


চেয়ে দেখো চেয়ে দেখো হয়েছে যে বেলা
ফুল সব নাচিতেছে দুয়ারেতে খেলা।
ভোরের আগেই আজ খুলে গেছে দ্বার-
তোমাকে জাগাতে আসি আমি বারবার!
ওঠো দেখি প্রিয় মোর ঘুম ঘুম চোখে;