কান্না দেখি হৃদয় জুড়ে
প্রহরগুলি ছন্দহীন;
পলাশ রঙে সাজিয়ে দিই
নানান রঙে রাঙুক দিন।


সাগর নীল এই আকাশ-
দুধসাদাতে ভাসছে ওই
ভালোবাসার সাধ না দিতে
সাঁতার কাটি জল অথই।
সেথাই যেন ডুবেই থাকে
একলা থাকা সকল ঋণ।


রামধনুতে মিশছে ফুল
উড়ছে রাঙা পাখনাপতি
সকল রোদ সরিয়ে দিয়ে
জোছনা মাঝে এ সঙ্গতি!
সেই আশাতে চেয়েই থাকা
কান্না হাসি সরেজমিন।