কতদিন দেখা নেই তনু!
ফোনে আর বললে না কথা;
বাড়ি ফিরে হল অভিমান
নেই বুঝি মন ভালো যথা।


তুমি তনু বুদ্ধিতে খুব,
চাওয়া পাওয়া সহজ সরল;
অল্পেতে খুশি হও তুমি
তাই মনে নেই দাবানল।
আজ ভাবি তোমার ও কথা-
কলেজেতে পাঠ দাও তুমি;
তুমি ছিলে বাংলাতে বেশ
সাহিত্য তোমার যে ভূমি।
বাড়ি মাঝে একা একা তুমি
মা ও বাবা রয়েছেন সেথা।


নানা বই নিয়মিত পড়ো-
বিষয়টা ভালো বোঝো খুব;
ছাত্রতে প্রিয় ম্যাম তুমি
সাহিত্যে দিয়েছ যে ডুব।
একদিকে কলেজ তোমার
ভার্সিটি গবেষণা পথে;
চৌত্রিশ বছরেও তুমি
প্রিয় মনে সুন্দর সাথে।
এই নিয়ে তুমি আছ তনু
তুমি ভালো, আমি পাই ব্যথা।
        -------