কাল যে আবার ভোর হবে সেই, আবার আসবে রাত
ভুলগুলি সব দূর করিবই তোমাতেই অপরাধ।


কালকে আবার নির্জনতায় তোমাকেই চুপিচুপি
ইচ্ছেরা সব আসবে মনেতে জেগে জেগে বহুরূপী।
আবার কালকে তোমার বুকেতে স্বপন ছোঁয়াবে মাটি
আবেগের ভিড়ে তোমার সাথেতে আবার যে হাটাহাটি।
তোমার মাঝেই গোপন সুরেতে আমি আছি কুপোকাত।


তারপরে ওই সন্ধ্যার কালে মন খারাপের ছবি
আবার মনেতে ইচ্ছা করেই তোমায় দেখাই সবই।
আকাশটি জুড়ে মেঘমহিমায় মুখটা যে কেন ভার
তোমার উঠানে বৃষ্টির মেঘ, আমি ভাবি বারবার।
তোমার মাঝেতে সাঁতার কাটার সেই ছিল এক সাধ।