যদি কিছু চেয়ে নিই আমি
সে তোমার অধিকার;
তোমার না বলা কথাগুলি
আমার যে অলঙ্কার।


রঙিন আলোতে আজ দেখি
সেই যাত্রা অন্তহীন;
আজও মনে পড়ে দখিনায়
আলোক ভরা সেদিন।


নীল আকাশে ভেসেছে মেঘ
একফালি আলাপন;
নীল মৃত্তিকার মাঝে স্বপ্ন
ভূমিকার সমাপন।


তাকে দেখা আজ মুগ্ধ হয়ে
অকাল রক্তক্ষরণ;
প্রণয় মুখোশ পরে তুমি
বিলিয়েছ ব্যাকরণ।


* অসম্পাদিত