জীবনে সেদিন প্রথম কষ্ট, কষ্ট পেয়েছি চোখে-
তবুও যে আমি কাঁদতে পারিনি সেদিনের সেই শোকে।


আমি যদি কাঁদি সারা বাড়িময় কেঁদে যাবে বুঝি সব-
সেই ভয়ে আমি কাঁদিনি তখন বাড়িতে হয়নি রব।
নীরবে দিয়েছি বাবার সমাধি হাজার বেদন ঢেকে-


আজ তাই প্রিয় মনে পড়ে গেল সেদিন দুঃখের টানে-
আজকে তোমার বেদনারোদন রাখি বলো কোনখানে।
বুকের ভিতরে কান্না যে জমা আমি তবু ইহলোকে।