বন্ধু গেলে দূরের দেশে জানিয়ে গেলে না;
কত খবর আসে তোমার, খবর মেলে না।


আজি এমন সোহাগ দিনে তুমি কাছে নেই
ফাগুন বাতাস বয়ে চলে এমন সময়েই।
আমার আঁখির বারি ধারা তুমি দেখতে পেলে না।


সবাই আসে নগর থেকে সাঁঝের বেলার কালে
আমি বসে বারান্দায় হাত রেখেছি গালে
সন্ধ্যা যেয়ে রাত যে হল তুমি এলে না।


** অসম্পাদিত।