ও সে} গুন গুনাইয়া /গায়
মহাজনের /মনের আঙি/নায়


সুরেতে যে/ সুর উঠেছে /বোঝে না যে/ কেউ
মহাজনের /হৃদ মাঝারে /আপন সুরের/ ঢেউ
সুরের তালে /নৌকা যে তার /ভাসে যমু/নায়


চলনে বলনে তার /দেখিয়াছি চমৎকার
রূপে যেন ঝরে পড়ে/ বসন্ত
কী কহিব তারই কথা /নীরবে লুকায়ে ব্যথা  
এ হৃদয় হয়ে ওঠে /অশান্ত
দিবস রজনি ধরে /তারই সাড়া পাই


নববধূ যতন করে/ বাসরেতে জাগে
অচেনা সাথির সুরে /প্রেম অনুরাগে-
জীবন যৌবন দিতে /উথলিয়া রাই


মহাজনতো /মহৎজন নয় /অতি সাধা/রণ
প্রিয়তি না/মেতে করে/ কাব্য নিবে/দন।
মনের ঘরে /সুরের বাঁশি/ ফিরে ফিরে/ চাই।