ঘুম ভাঙিয়া আজকে দেখি তুমি আমার বুকে
তোমার দেহ আমার দেহে আছি বড়ো সুখে।


বাতাস লাগে গাছের পাতায় লগন হল খুশি
শেষের রাতে পাখির ডাকে করছে মেলামিশি।
তোমার খুশির আলতা পায়ে এলোমেলো চুল
তোমার মাঝে খুঁজে দেখি জোয়ার নদীর কূল
কেমন করে ছাড়ি বলো আমি উৎসুকে।


সারাটি রাত চলে গেছে কখন নিরিবিলি
ঘুমের ঘোরে চোখ খুলিনি কেমনে কথা বলি।
অবশেষে এলে যখন এমন সাহস করে-
রাখব তোমায় সোহাগ দিয়ে আমার বুকটি ভরে।
মনে আছে আদর কথা নেই তো আমার মুখে।