*************গানের কবিতা ও তার ছন্দ বিশ্লেষণঃ দুই***************
গানঃ প্রেম রাধিকার ধ্যানে
কবিঃ সাকিব জামাল
প্রকাশিত তারিখঃ ৪/১০/২০১৭
-----------------------------------------------------------------------------------
গানটির কাঠামোঃ
আস্থায়ীঃ
গুন গুনিয়ে কইও ভ্রমর যাইয়া ফুলের কানে ।
একলা কৃষ্ণ বসে আছে প্রেম রাধিকার ধ্যানে ।।
অন্তরাঃ
কৃষ্ণ পাগল হইবরে আইজ যদি না পায় তারে
না জুড়াইলে মনের আগুন - বাঁচা যায় কেমনে ।
সঞ্চারীঃ
রাধিকা বড়ই পাষাণ, ফুল বনে রয় সারাক্ষণ
লয়না খোজ, কৃষ্ণ প্রাণ উতলা তার বিহনে ।
আভোগঃ
যদি থাকে মায়া মনে, রাধিকা যেন আসে গোপনে
নইলে কৃষ্ণ চইলা যাইবো দুই চোখ যায় যেখানে ।


*** গানটি কাঠামো মেনে লেখা হলেও গানে বেশ কিছু অসংগতি আছে।
ক) সঞ্চারীতে সেতুবন্ধ পঙক্তি দরকার নেই।
খ) অন্তরা ও আভোগে পঙক্তির অভাব ঠেকেছে। এ ক্ষেত্রে দ্বিতীয় পঙক্তিকে সেতুবন্ধ পঙক্তি ধরলে প্রথম পঙক্তির সাথে অন্ত্যমিল যুক্ত আর একটি পঙক্তির প্রয়োজন।
তাছাড়া সঞ্চারীও নিয়ম মেনে লেখা হয়নি।
-----------------------------------------------------------------------------------
পর্ব ও মাত্রা বিভাজনঃ
গুন গুনিয়ে /কইও ভ্রমর/ যাইয়া ফুলের /কানে । (৪+৪+৪+২)
একা কৃষ্ণ/ বসে আছে /প্রেম রাধিকার /ধ্যানে ।। (৪+৪+৪+২)


কৃষ্ণ পাগল /হইবরে আজ/ যদি না পায়/ তারে (৪+৪+৪+২)
না জুড়াইলে /মনের আগুন /- বাঁচা যায় কে/মনে । (৪+৪+৪+২)


ও রাধিকা /বড়ই পাষাণ,;/ বনেতে সারা/ক্ষণ (৪+৪+৪+২)
লয়না খোঁজ,/ কৃষ্ণ পরান /উতলা তার/ বিনে । (৪+৪+৪+২)


যদি থাকে/ মায়া মনে,/ রাধিকা গো/পনে (৪+৪+৪+২)
নইলে কৃষ্ণ/ চইলা যাইবো /দুই চোখ যায় যে/খানে । (৪+৪+৪+২)
*** কবি এই গানের কবিতাটিকে অক্ষরবৃত্ত ছন্দ এবং মুক্তক বলে উল্লেখ করেছেন। কিন্ত কোনো ভাবেই তা আসে না। গানটি স্বরবৃত্ত ছন্দে আছে। (৪+৪+৪+২) মাত্রায়।
-----------------------------------------------------------------------------------
ছন্দ বিশ্লেষণঃ
ছন্দ রীতি- স্বরবৃত্ত ছন্দ
মাত্রা গণনার নিয়ম- মুক্ত দল এবং রুদ্ধ দল সমস্তই ১মাত্রা।
পর্ব- পূর্ণপর্ব  ৪ মাত্রার, অপূর্ণ পর্ব- ২ মাত্রার।
পঙক্তি- আটটি। প্রথম ও দ্বিতীয় পঙক্তি সমমাত্রিক ও সমপার্বিক। তিনটি পূর্ণ ও একটি অপূর্ণ পর্ব নিয়ে গঠিত। (৪+৪+৪+২)
লয়- দ্রুত
বিশেষত্ব- প্রারম্ভে ঝোঁক আছে।
-----------------------------------------------------------------------------------
গানের কবিতার অর্থ-
গানটি এক সুন্দর রাধা-কৃষ্ণ প্রেমের বাতায়ন তৈরি করে। রাধা-কৃষ্ণ প্রেমের অনন্য চিত্র এখানে বর্ণিত। প্রাণপ্রিয় রাধার বিহনে কৃষ্ণের অবস্থা এই গানের মাধ্যমে তুলে ধরা হয়েছে। ভ্রমর কে একটি চিত্র হিসাবে তুলে ধরে কবি ভিন্ন মাত্রা যোগ করেছেন।
----------------------------------------------------------------------------------
গানের কবিতা ও ভাব-
মোটামুটি ঠিকই আছে।
-----------------------------------------------------------------------------------
অন্ত্যমিল-
কানে, ধ্যানে, কেমনে, বিহনে, যেখানে
অনেক ক্ষেত্রেই শুদ্ধ অন্ত্যমিল মানা হয়নি।
-------------------------------------------------------------------------------
বানান-
ঠিক আছে।
------------------------------------------------------------------------------
পরামর্শ-
এই সাইটের আলোচনা বিভাগে প্রকাশিত ছন্দ বিষয়ক লেখা গুলি পড়ুন।
-----------------------------------------------------------------------------------
******কবি আমার শুভেচ্ছা নেবেন।