একদিন তুমি এখানেই ছিলে
চোখে লেগে ছিল শুধু হাসি;
ধুলো জমে গেছে ওই বেদিমূলে
অন্ধকারে ভালোবাসাবাসি।


সব ফুল ছড়িয়ে ফেলেছি আজ
ছিড়ে দিই সব রাখা মালা;
রাতের আঁধারে কে বা যেন বলে
এখন এখান থেকে পালা।
সেই ভয়ে আমি আর তো হেথায়
আর বুঝি কখনো না আসি।


তুমি আছ ভালো তোমার দেশেই
সাথে নিয়ে আছ প্রিয়জন;
তোমার মাঝে আমার কথামালা
আসবে যে আবার কখন।
আমি যে সকল ত্যাগ করিয়াছি
সব কথা আজ করি বাসি।
         --------