একদিন আমি তোমার সাথেতে
করেছি কতই যুদ্ধ;
আজ তুমি প্রিয় নাম দিলে এসে
'এ বিক্ষুব্ধ'।


সেদিন জেগেছি রাতের আঁধারে
স্বপ্ন যে দিশাহীন;
অনশন মাঝে ধর্মঘটেতে
আমরা মেটাই ঋণ।
আজ তুমি এসে রাবণ হয়েছ
লঙ্কা করেছ জয়;
আমার স্বপ্ন ধ্বংস করেছ
আমাকেই পরাজয়।
তোমার ও নাম ভালোবাসি প্রিয়
আজ অনুলব্ধ!


তোমার ঘরেতে আলাপ-প্রলাপ
নিত্য সে লুকোচুরি;
তুমি তো মিথ্যা বলোনি কখনো
সত্যি বলেছ, থুরি!
আজকে খেয়েছ হাওয়াই মিঠাই
বন্ধ করেছ দোর;
কত যে প্রশ্ন ছুড়েছি আমরা
দাওনিতো উত্তর।


আজ বুঝি তাই স্বপ্ন দেখেছি
বন্ধ করিব সুর;
আমার রয়েছে জমানো বেদনা
তোমাতেই বহুদূর।
আর ডাকিবে না, যাব না ও কাছে
গড়ব তরুণদল;
অঙ্গিকারের শপথ নেবই
নেই কোনো আজ ছল।
সবাই আসিবে আমার ডাকেতে
এই দলে সব শুদ্ধ।
     ------