দূরের নীলিমা আকাশে হারিয়ে যাবে,
অলক্ষ্যে মেলাবে সাতরং বর্ণচ্ছটা;
তারাদের দলে রাতের আকাশে যোগ
ফেলে আসা পথে দেখব প্রতিচ্ছবিটা।


ধেয়ে আসে যেন দূরের রশিতে ভেসে-
পাথরের গায়ে ধাক্কা খেয়েছে জোড়ে;
বাঁচার মতন সে মন্ত্র ছিল না জানা
সকল হাওয়া পুবের থেকে উত্তরে।
আজ বুঝি তাই একা একা পথ হাঁটা।
ফেলে আসা----


অজানা আকাশে ধেয়ে গেছে মন আজ
শীতল বাতাস অজানার সে সৌরভে;
শরতপূর্ণিমা আনন্দ ঘনিয়ে আনে
আহ্লাদ বাগিচা সরলতা কলরবে।
বুঝিনি তো আগে আজ বুঝে গেছি সেটা।
ফেলে আসা---
      ------