আজ মো মাজেদ হোসেন-এর  “ভাঙবে যত মনের ভুল" গানটি নিয়ে আলোচনা করব।
প্রথমে কবির লেখা অনুযায়ী গানটির হুবহু পর্ব ও মাত্রা বিভাজন করা  হল।
---------------------------------------------------------------------
ভাঙ্গা তরী /ভাসে কি আর/ভরা নদীর/জলে? = ৪/৪/৪/২
যে মনে /প্রেম জমে না,/ মন কি তারে/ বলে?= ৩/৪/৪/২
বৈঠা ছাড়া /ছাড়লে তরী- /কেমনে খুঁজে /পাবে কূল? = ৪/৪/৫/৩
না বুঝিয়া /প্রেম করিলে /করবে তুমি /বড় ভুল।= ৪/৪/৪/৩


যে কলি /হয় নি ফোঁটা/ যায় কি বলা /তাঁরে ফুল?= ৩/৪/৪/৩
যে মনে /খেদ জমেছে,/ সে মন পায় কি/ খুঁজে কূল?  = ৩/৪/৪/৩
না দেখিয়া /ফুল ছিড়িলা /পাপড়ি ছাড়া /এলো মূল= ৪/৪/৪/৩
কেমন করে /বাধবে বল?/ পাপড়ি ছাড়া /খোঁপার চুল।= ৪/৪/৪/৩


যে কথায় /সুর উঠেনা /যায় কি বলা /তাঁরে গান?= ৩/৪/৪/৩
জেনে শুনে /ভুল বুঝিলে/ ভাঙ্গে কি আর /অভিমান?= ৪/৪/৪/৩
যে কথায় /গান বাঁধিলা/ ছিল না তাঁর /আপন সুর= ৩/৪/৪/৩
বিনে সুরে /গান বাঁধিয়া /হারালে কোন /অচিনপুর?  =৪/৪/৪/৩


এমন তরী /ভাসাও জলে, /বৈঠা ছাড়া ও /পাবে কূল  =৪/৪/৫/৩
ফুল ছাড়া ও/ চুল বাঁধিবে,/ ভাঙ্গবে যত/ মনের ভুল।। =৪/৪/৪/৩
--------------------------------------------------------------
দেখা গেল পর্ব বিভাজন ঠিক হলেও মাত্রা বিভাজন কোনো কোনো ক্ষেত্রে ঠিক হয়নি।


***** গানের কবিতাটি সামান্য পরিবর্তন করে এভাবে করা যেতে পারে।
-------------------------------------------------------------
ভাঙা তরী /ভাসে কি আর/ভরা নদীর/ও জলে? = ৪/৪/৪/৩
যে মনেতে /প্রেম জমে না,/ মন কি তারে/কেউ বলে?= ৪/৪/৪/৩
বৈঠা ছাড়া /ছাড়লে তরী- / খুঁজে কি আর/পাবে কূল? = ৪/৪/৪/৩
না বুঝিয়া /প্রেম করিলে /করবে তুমি /বড়ো ভুল।= ৪/৪/৪/৩


ফুলের কলি /হয় নি ফোঁটা/ যায় কি বলা /তারে ফুল?= ৪/৪/৪/৩
যে মনেতে /খেদ জমেছে,/ সে মন পায় কি/ খুঁজে কূল?  = ৪/৪/৪/৩
না দেখিয়া /ফুল ছিড়িলা /পাঁপড়ি ছাড়া /এলো মূল= ৪/৪/৪/৩
কেমন করে /বাধবে বল?/ পাঁপড়ি ছাড়া /খোঁপার চুল।= ৪/৪/৪/৩


যে বা কথায় /সুর উঠেনা /যায় কি বলা /তারে গান?= ৪/৪/৪/৩
জেনে শুনে /ভুল বুঝিলে/ ভাঙে কি আর /অভিমান?= ৪/৪/৪/৩
নিজের কথায় /গান বাঁধিলা/ ছিল না তার /আপন সুর= ৪/৪/৪/৩
বিনা সুরে /গান বাঁধিয়া /হারালে কোন /অচিনপুর?  =৪/৪/৪/৩


এমন তরী /ভাসাও জলে, /বৈঠা ছাড়া /পাবে কূল  =৪/৪/৪/৩
ফুল ছাড়া ও/ চুল বাঁধিবে,/ ভাঙবে যত/ মনের ভুল।। =৪/৪/৪/৩
--------------------------------------------------
অর্থাৎ  এই গানের কবিতাটি-
ছন্দ- স্বরবৃত্ত
অর্থাৎ পূর্ণ মাত্রা- ৪
অপূর্ণ মাত্রা- ৩
অতি পর্ব - নেই
--------------------------------------------------------


কবি আমার শুভেচ্ছা নেবেন।