বউ আমার বাড়িতে নাই সকালে উঠে গেছে ফুলিয়া
খোকার বায়না, মেটাতে বাপের বাড়ি
মেয়ের আবদারে বেঁধেছে জামা শাড়ি
বউ ছাড়া বাড়িতে থাকব কয়দিন তারে ভুলিয়া।


হাসিব নাচিব, উল্লাসে ঘুরিব, করবে না কেউ মানা-
ঘুম থেকে উঠিব মজাটা লুটিব কিছুই নাই সাথে জানা
স্বাধীন দেশ আমার হইবে আমার ঘর
একা একা রাঁধিব আমোদে খাইব নিরন্তর
আপন হাতে করিব  সবই অনায়াসে তুলিয়া।


বউ যদি বাড়ি থাকে, দেখে রাখে চোখে চোখে
সবাই জানে এমন, দেখেছে পাড়ার লোকে
বলে শুধু এটা করো, একটু যাও দেখি বাজারে
পানের থেকে চুন খসলে আমি বেগুন ভাজারে
বউয়ের আঁচল ধরে এ ভব সংসারে আছি ঝুলিয়া।


আনন্দে নাচিব যা খুশি করিব দেখার তো নাই কেউ
বাজারে যাইব মাতাল হইব মনেতে তুলিব ঢেউ
হাসিতে মাতিব প্রাণ ভরে গাইব
একা একা কত কথা স্বপ্নেতে ভাবিব
যা কিছু বলিব সব কিছু করিব এই মনটি খুলিয়া।


* অসম্পাদিত।
** 'ফুলিয়া' নদিয়া জেলার একটি স্থান।