আমি কাঁদি অবেলায় ,বিরহ মিলন চায়
নয়নের জল বাঁধ মানে না,
ফিরে এসো এ দুয়ারে ,দুঃখের কথা বলি কারে
তুমি বন্ধু অভিমান করো না।


মনে আসে হাজার কথা ,ভেবে পাই দুঃখ ব্যথা
চোখের জল চোখে শুকায় ,কথার মাঝে কথা হারায়
তুমি এসে কেন আঁখি মোছো না।


ভাবি কথা আমার মনে, একা বলি নীরব ক্ষণে
নারীর মন নারীর কাছে ,যতনেতে তোলা আছে
সোহাগে তুমি তাকে বোঝো না।


আছ কোথায় জানি না ,কিছুতে মন মানে না
দিন কাটে অপেক্ষায় ,আসবে এ পূর্ণিমায়
চোখ তুলে বন্ধু কেন খোঁজো না।