এবার বসেছে মেয়ে বাগদেবী মনে
আরাধনা গাঁদাফুলে অতি সযতনে।


মনেতে ফাগুনরোদ, চন্দনের ভিড়-
বাড়ি ছেড়ে পথে আসা যৌবন অস্থির!
ছাড়া চুল ওড়ে যেন দেখি মেঘ সনে।


নতুন যৌবনখানি মেলে নীরালায়-
কোন সে পুরুষ পানে চেয়ে থাকা যায়!
হেসে হেসে খিলিখিল উতলা দখিনে।
           -------