হাতে তোমার ফুলের মালা, ফুলের সাজি হাতে-
মন্দিরে আজ যাচ্ছ মেয়ে অঞ্জলিটা দিতে।


গায়ের শেষে নদীর ধারে হচ্ছে আজি পূজা-
কত মানুষ সেথায় আছে হবে কত মজা;
তুমি দেখি সেজেছ আজ নতুন বসনেতে।


ধীরে ধীরে হাঁটছ মেয়ে চলছ ধীরে ধীরে
যত্ন করে নিয়েছ সব চাওনি তুমি ফিরে
যাচ্ছ বুঝি দিনের বেলায় আসবে ফিরে রাতে।