আমার দেশটি ছেড়ে আমি যাব বাংলাদেশে
সেদিনের সে স্বপ্নসুরে আবার ভালোবেসে।


বাংলাদেশের কথা ভালো বাংলাদেশের হাসি
বাংলাদেশের পানি ভালো বাংলাদেশের মাসি;
বাংলাদেশের ঘর-দুয়ারে সবুজপ্রাণ মিঠা-
শীতের রোদে সেই দুপুরে খেজুরগুড়ের পিঠা।
তার সাথে আজ এই প্রাণের সখ্যতা যে মেশে।


বাংলাদেশে শালুক ফোটে, বাংলার মাঠ-ঘাট
বাংলাদেশের সবুজপাতায় জীবন পরিপাট।
বাংলা যেন প্রাণের দেশ, মনের কথা চাই
এই ভুবনে আপন দেশ আর কোথা খুঁজে পাই।
এ  জীবনে সখ না মেটে দেখব আবার এসে।


বাংলাদেশের মায়ের কোলে প্রাণের কত ধন
জীবন দিয়ে ভালোবাসে,আন্তরিক সে মন।
আপনদেশের গল্প কত আপনার গৌরব
সকাল থেকে সন্ধ্যায় মেলে নানা পাখির রব।
আমি যেন থাকি, দেখি জীবনের ও শেষে।