আকাশেতে জমে কালো মেঘ
উড়ে আসে বাদল বাতাস;
চেয়ে দেখি কত তার বেগ
ছেয়ে গেছে দূরের আকাশ।


ঝিরি ঝিরি বাদলের ধারা
ভাবনায় আমি একাকিনী;
দূরে যেন পাই কার সাড়া
বাদলেতে আমি বিরহিনী।
বাদলেতে পূর্ণ এ জীবন
এ সকাল বাঁচিবার আশ;


দুনিয়াটা হয়েছে হতাশ-
অনাহারে মরে কত লোক;
আমি থাকি সুখেতে বিলাশ
মোর ঘরে নেই কোনো শোক।
সুখ আসে  ঘরেতে প্লাবন
তাই বাদলকে ভালোবাস।
       -----