রঙিন পুষ্প সকল রেখেছ বিছিয়ে-
আজিকে বকুলপথে গীতিকা শুনিয়ে।


আমার আসন তলে  ওগো মধুরিমা!
কতক সুবাস ফুলে দেখাও মহিমা।
অবশেষে বসিলাম তব সীমানায়!
তুমি যে পাশেতে আছ মুখে কথা নাই;
আবার বলেছ কথা, নিজেকে দেখিয়ে


আপন মনেতে আজ নবীন গরিমা;
আপনায় ভুলে গেছি আমি নিজ সীমা।
তোমার পুষ্প সকল করি অনুভব
দু'খানি দেহের পাশে অতি সে নীরব!
ভালোবেসে ফুলগুলি দিয়েছ ভিজিয়ে।