আজ পাশের বাড়িতে পুজো
আজ ঘরের পাশেতে পুজো;
আমার মেয়ে সেথায় যাবে
তোমারা তাকে খুঁজো।


বাজবে ঢাক, বাজবে ঢোল
বাজে কাঁসর ঘণ্টা;
আমার মেয়ে দেখবে চেয়ে
পাগল হবে মনটা।
আমার মেয়ে বায়না করে
তোমারা তাকে বুঝো।


সকাল থেকে চেয়েই আছে
কখন আসে কালী;
কখন আসে পুরুত মশায়
কখন ঢাক ওয়ালি।
পুজোর শেষে করবে প্রণাম
নেবে প্রসাদ-ভুজো।