রামধনু রূপদেখি আহা মরি মরি রে-
অপরূপ সাতরঙে বাঁকাধনু ধরি রে;
দূরদেশে কার তরে সাজে ধনু লাগিয়া-
দেখে যাই আমোদেতে সব ভুলে জাগিয়া।


অপরূপা তুমি ধনু বরষার শেষেরে-
আসো দেখি মালারূপে ভালোবাসা বেসেরে;
সব মেঘ দূরে ফেলে মালাখানি বাহারে
কারে দেবে এত রূপ খোঁজো তুমি কাহারে।


বাদলের বেলা শেষে দূরে ধনু আকাশে
নানা রঙে ভালোবাসি নয় মোটে ফ্যাঁকাসে;
তুমি যেন এঁকে দাও দূর দেশে সেতুটি-
রূপকথা রূপ লাগে চোখে ভাসে হেতুটি


আধো আলো চারিদিকে মৃদু হাসি ভাসেরে-
অবসাদ উঁকি দেয় কারা যেন আসেরে;
কত আলো চারিদিকে খুশি কথা বলিরে
রামধনু সাথে নিয়ে খুশি মনে চলিরে।
           ------