ভাই আমার কোটিপতি অনেক বড় লোক
আমার দিকে পরে না তার এখন দু'টি চোখ
এক সময় ছিলাম আমি তাহার  দুটি হাত
আমায় এসে ডাক তো সে রোজ না হতে প্রভাত
এখন তাহার সব হইয়াছে নেই তো কোন দুঃখ
এখন সে আমার দুঃখে হাসে চেয়ে অপলক


সার্থ যখন ছিলো আমার তখন ঘুরতো আমার পিছু
তখন তাহার কাছে ছিলো না তো কোন  উঁচুনিচু
নিত্য নিশি নিতো আমার ভালো মন্দের খোঁজ
বন্ধুর চেয়েই বেশি ছিলো তার সাথে ক্লোজ
সেই ভাই এখন বদলে গেছে রাখেনা আর খোঁজ


এখন তাহার গায়ে লাগলে ঘসা বলে না সে কথা
একি পথে চললে ও সে যায় বাকা করে মাথা
এখন আমাকে সে ভাই বলে দেয়না পরিচয়
আমি তাহার পাশে বসলে তার সম্মান নাহি রয়
সেই ভাই এখন বদলে গেছে রাখেনা আর খোঁজ