তুই কোন দেশেতে রইলিরে বন্ধু
পাগল করে আমারে,
এখন তোর লাগিয়া ঘুরিরে বন্ধু
দেশ দেশান্তরে,


প্রাণ বন্ধুরে একবার এসে প্রাণরে বন্ধু
দেখা দাও মোরে,


কাঁচা মনে মারলি প্রেমের বান
এখন দিন কাটিলেও রাত কা টেনা
আকুল এ পরাণ,
এখন কোথায় গেলে পাব তোরে
মরি সেই চিন্তার জ্বরে,


প্রাণ বন্ধুরে একবার এসে প্রাণরে বন্ধু
দেখা দাও মোরে,


যে ডাল ধরি সে ডাল ভেঙ্গে যায়
আর কত ব্যথা দিবি রে বন্ধু আমার
পোড়া গাঁয়,
আজ কত সুখে আছি সরে বন্ধু
ভুইলা গিয়া আমারে,


প্রাণ বন্ধুরে একবার এসে প্রাণরে বন্ধু
দেখা দাও মোরে,