সেদিন তো চাঁদ ঝরে ছিলো!
বাগানে ফুল ফুটে ছিলো!
দেখে তোমার মুখের হাসি!
আজ কেনো সেই বোবা পাথর!
অশ্রু ভেজা দু'টি আঁখি!
ও ও অশ্রু ভেজা দুটি আখি!
প্রেয়সী ও ও প্রেয়সী!
দুঃখ দিয়ে কতটা হয়েছো সুখি !
সেদিন তো চাঁদ ঝরে ছিলো!


দিলা না তো এই হৃদয়ের কানাকড়ি মুল্য!
সুখের আশায় চলে গেছো আমাকে তুমি না ভেবে সমতুল্য!
আজ সেই তুমি নেই সুখে জ্বলছো আমার মত ধিকি ধিকি!
প্রেয়সী ও ও প্রেয়সী!
দুঃখ দিয়ে কতটা হয়েছো সুখি !
সে দিন তো চাঁদ ঝরে ছিলো!


যেই বুকেতে দুরাকাশের চাঁদের আলো ঝর তো!
সেই বুকেতে চিতার অণল তুমি শুধু জ্বেলে দিয়ে গেছো!
আজ সেই তুমি নেই সুখে জ্বলছো আমার মত দিবানিশি!
প্রেয়সী ও ও প্রেয়সী!
দুঃখ দিয়ে কতটা হয়েছো সুখি !
সে দিন তো চাঁদ ঝরে ছিলো!