যে ব্যথার শ্রাবণ দিয়েছো আমায় তুমিও ভাসবে সেই শ্রাবণে,
যে চিতাঁর আগুনে পুরেছ আমায় তুমি ও পুরবে সেই আগুনে,
এই অভিশাপ আমার অভিশাপ-(২বার)


যে অস্ত পাড়ের তারায় তোমায় খুঁজে বেরাই তুমিও খুঁজবে একদিন,
যে ভালবাসার ফলে লোকে পাগল বলে তোমাকেও বলবে একদিন,
সেদিন তোমার ও হবে অনুতাপ -(২বার)
যে ব্যথার শ্রাবণ দিয়েছো আমায় তুমিও ভাসবে সেই শ্রাবণে,
যে চিতাঁর আগুনে পুরেছ আমায় তুমি ও পুরবে সেই আগুনে,
এই অভিশাপ আমার অভিশাপ-(২বার)


ছলনাময়ী তুমি ছলনা করে ভেঙ্গে দিয়ে গেলে এই মন,
তোমার স্মৃতি বুকে  অশ্রু ভেঁজা চোখে  কেঁটে যাবে আমার জীবন,
তবু করবো না কোন প্রতিবাদ-(২বার)
যে ব্যথার শ্রাবণ দিয়েছো আমায় তুমিও ভাসবে সেই শ্রাবণে,
যে চিতাঁর আগুনে পুরেছ আমায় তুমি ও পুরবে সেই আগুনে,
এই অভিশাপ আমার অভিশাপ-(২বার)