কি হবে কবরে মিজান হাশরে প্রভু তোমার রহম ছাড়া
জীবনের চারি ধারে সাজিয়েছি পাপা চারে আমি আজ পথ হারা
প্রভু তোমার রহম ছাড়া


শয়তানের প্ররোচনা করেছি কত পাপ করেছি কত কিনা
আমার পাপের দিকে তাকালে নিজের প্রতি এসে যায় শুধুই ঘ্রনা
নিজের প্রতি নিজে করেছি জুলুম আমি হইয়েছি
দিশেহারা


তুমি তো রহিম রহমান তুমি তো গাঁফুর নাও তোমার রহম তলে
সে পথে চালাও মোরে যে পথে তোমার প্রিয়জন গেছে চলে
তোমার রহম দিয়ে মুছিয়ে দাও মোর দু'চোখের শ্রাবন ধাঁরা


পুল সিরাতের পুলে দিওনা ফেলে মোরে তোমার পাপি বান্দা বলে
রোজ হাশরে মোর করনা বিচার  দিওনা মোরে অণলে
ক্ষমা করে দাও মোরে তোমার নামের গুনে
কালিমা মুখে যেন যাই গো মারা