কেউ হারিয়ে গেলে তাকে খুঁজে নেয়া যায়
বদলে গেলে নেয়া যায় না
কেউ ঘুমিয়ে গেলে তাকে জেঁগে নেয়া যায়
জাগ্রতকে  নেয়া যায় না
মন বোঝে যে তাকে ভালবাসা যায়
ভুল মানুষ কে বাসা যায় না-(২বার)


স্বপ্ন দেখায় যে সে  বাস্তবে আসে না
স্বপ্নের মাঝেই সে রয়ে যায়
হৃদয় হীনা যে সে মন বোঝে না
রংধনুর মত সে রঙ্গ বাদলায়
মন বোঝে যে তাকে ভালবাসা যায়
ভুল মানুষ কে বাসা যায় না-(২বার),


মেঘের আড়ালে যেমন চাঁদ হাসে না
কষ্টকে একা নিয়ে যায়
না পাওয়ার ব্যথাকে মেনে নেয়া যায়
পেয়েও হারানো ভোলা যায় না
মন বোঝে যে তাকে ভালবাসা যায়
ভুল মানুষ কে বাসা যায় না-(২বার),