দাড়াও হে পথিক
মোঃ তবিবুর রহমান হৃদয়


প্রতিটি কবর বাসি ডেকে বলে দিবানিশি
দাড়াও হে পথিক একটি কথা শোনো
পৃথিবী তোমার নয় মিছে মায়া অভিনয়
শুন্য হাতে এই কবরে এসো না যেনো !!


চোঁখ বুজে দেখো তুমি তুমি ছাড়া
নেই কেউ তোমার !
সাজানো বাড়ি ঘর মায়ার এই সংসার
কোন কাজে আসিবে না আর !
লাশদের মিছিলে একবার আসিলে
ফিরে যেতে পারবে না কখনো !


অন্ধকার এই কবর জগত সঙ্গে করে
আলো নিয়ে এসো !
রোযা নামাজ হজ্জ যাকাত কবরের
সাওয়াল জেনে এসো !
অনুতাপে সাগরে ডুবে যাও নিরবে
পাপ থেকে উঠে আসো এখনো !


প্রেয়সীর চোখের পানি একদিন
তো থেমে যাবে !
তোমার নাম নিশানা কিছুদিন পর রবেনা
স্মৃতি থেকে মুছে দেবে !
ক্ষনিকের খেলা ঘরে ভুলে আছো শ্রোষ্ঠারে
স্থায়ী আবাসন বুণো !
তারিখ-২৭/০২/২০২৩