বানের জলে ভাসছে শহর ভাসছে বসত ঘর
চারিদিকে জ্বলের ধারা করছে থরথর
আমার স্বজন সুজন ভাইসা গেছে জানিনা কোথায়
আমি খুঁজবো যে কোথায়  
তাদের পাব  যে কোথায়


প্রতিদিন দেখি লাশের মিছিল চলছে নদীর জলে
আমার স্বজনের লাশ ভিরছে জানি কোন সে খাল বিলে
আর্তনাদে কাঁদে এ মন হইয়া অসহায়
আমার স্বজন সুজন ভাইসা গেছে জানিনা কোথায়
আমি খুঁজবো যে কোথায়  
তাদের পাব  যে কোথায়


মাঠে ভরা ফসল ছিলো পুকুর ভরা মাছ
আনন্দ উল্লাসে দিন কাটত বার মাস
আমি ভিটামাটি সব হারিয়ে ভেসে ভেসে যাই
আমার স্বজন সুজন ভাইসা গেছে জানিনা কোথায়
আমি খুঁজবো যে কোথায়  
তাদের পাব  যে কোথায়