আপন যদি আপন থাকে যদি না হয় পর
তার উপর অধিকার খাটে সারা জীবন ভর
আপন মানুষ পর হইলে কি থাকে বলার
নিরব নিশিতে ভাসে দুই নয়নে ঝড়,
ভাসে দুই নয়নে ঝড়


ধরতে গেলে যায় না ধরা থাকে দুরে দুরে
দিবানিশি কাঁন্দেরে মন তার বিরহে পুরে
তবু ও সে নেয় না খবর এই বুকে কি ঝড়,
তার উপর অধিকার খাটে সারা জীবন ভর


সাধের জনম বৃথা গেলো ভালোবাসার ছলে
পাশে আমার নাই কেহ নাই দেখি চক্ষু মেলে
ভবের মায়ায় জীবন খুঁয়ে করলাম বালুচর
তার উপর অধিকার খাটে সারা জীবন ভর