আমি যখন যাব মারা প্রতিবেশী আত্মীয়রা
কেউবা আনবে আতর গোলাপ কেউবা কাটবে বাঁশ


বড়ই পাতা গরম জলে শুয়াইয়া মশারির তলে
বাসন্তী এক সাবান দিয়ে গোসল দেবে লাশ
শেষ দে খাটা দেখবে সজন কাফন কইরা ফাস


মসজিদে এলান হবে বাদ যো হরে জানাজা
মা-বাপ কাঁদবে আত্মীয় স্বজন ধরিয়ে দরজা
কেউবা আবার পড়বে কোরান ঘিরে চারি পাশ


তিন টুকরো কাপড় দিয়ে করবে সাজা সাজি
স্বজন রা সব সোনাদানা করবে ভাগাভাগি
কেউবা কাঁদবে কেউবা করবে আনন্দ উল্লাস


যাদের লাইগা বানালে তুমি শ্বেত পাথরের বাড়ি
তারাই সেদিন বাড়ি থেকে বের করবে তাড়াতাড়ি
সাজানো সব জমিদারি করবে তারা চাষ