আমি একুশের গান গাই,আমি একুশে ফিরে যাই
একুশ আমার মায়ের ভাষা, প্রাণে প্রাণে জাগায় আশা !
একুশের সেই দিন গুলিকে ভোলা বড় দায় !
একুশ আমার ভাইয়ের রক্তে রাঙানো নতুন সূর্যোদয় ! সূর্যোদয়,সূর্যোদয়,সূর্যোদয় !!


রক্ত দিয়ে বর্ণ কিনেছি অ,আ,ব, ভ  !
মায়ের মুখে বলতে শুনেছি ক, খ,গ, ঘ !


রাষ্ট্রভাষা বাংলা রাখতে ছিলো যে কত সংগ্রাম !
রাজপথে সেদিন বিলিয়ে দিয়েছে তরতাজা যেকত প্রান!
সেই অমর একুশ তুমি রবে যুগ যুগ প্রতিটি অন্তরে !
আকাশ বাতাসে মাটির পরতে পরতে শহর বন্দরে!


অমর একুশ অব্যয় তুমি অক্ষ্যয় তুমি মমনির্মল পরিচয়
আমার ভাইয়ের রক্তে রাঙানো নতুন সূর্যোদয় !
সূর্যোদয়, সূর্যোদয়, সূর্যোদয়!


রফিক শফিক বরকত সালাম ভাষার জন্য দিয়েছে প্রাণ !
জীবন দিয়ে রেখে গেছে তারা বাংলা ভাষার চির অম্লান !
আরো যে কত দিয়েছে প্রাণ নাম না জানা বীর সেনা !
তাদের স্মৃতি চরণে এই আমার লেখা গান খানা !
এই স্বাধীন দেশে রক্তিম সূর্য উঠবেই চিরকাল
বাংলা মোদের প্রাণের ভাষা বাংলা মোদের বল!


তোমাদের ঋন রবে অমলিন রবেই রবে নিশ্চয় !
আমার ভাইয়ের রক্তে রাঙানো নতুন সূর্যোদয় !
সূর্যোদয়,সূর্যোদয়,সূর্যোদয় !!


তারিখ-০৬/০২/২০২৩