আমার পোষা একটা পাখি, খাঁচার ভিতর ধরফরাইয়া করে ডাকাডাকি,
কখন যেন দেবে ফাকি যাবে উড়িয়া...পাখি
শুন্য খাচা পইরা রবে আসবেনা ফিরিয়া...পাখি


যখন তারে খাঁচায় ডাকি করে তখন তাকাতাকি
সাত সমুদ্রের জ্বল যেন পাখির চোখে দেখি
ভাবেনি এত তারা তারি পাখির হবে ছাড়াছাড়ি
এ কথা ভেবে পাখি ওঠে কান্দিয়া


হও তুমি সাবধান নফসের যত্ন বান নয় তো দিনে দিনে জং ধরিবো
ক্ষণিকে এই জিন্দিগী কর তাহার বন্দেগী নয়তো কালো রাত নাহি পোহাবো,
করলে আলোর সন্ধান দুর হবে অবসান
আধার কেটে উঠবে জীবন আলোতে ভরিয়া


তারিখ-১০/০৯/২০২২
মোহাম্মদ তবিবুর রহমান হৃদয়