যে নামে রাত্রি সাজে আঁধার হারায় ভোর নীলিমায়!
যে নামে ফুল পাপিয়া ফুল বাগানে সুবাস ছড়ায়!
যে নামে তারার মাঝে চন্দ্র হাসে!
যে নাম মসজিদেরই মুয়াজ্জীনের কন্ঠে ভাসে!
আল্লাহ আঁকবার সে নাম আল্লাহ আঁকবার!!


যে নামে নদী তাহার ছুটে চলে আপন তালে!
যে নামে কৃষ্ণচূড়ার ডাল ভরে যায় ফুলে ফুলে!
যে নামে উষা জাগে পুব আকাশে সূর্য হাসে!
যে নামে রোজ সকালে শিশির হাসে দু বলা ঘাসে!
আল্লাহ আঁকবার সে নাম আল্লাহ আঁকবার!!


যে নামে শুকনো মরুর বুকে সদায় গোলাপ ফোটে!
যে নামে পাহাড় থেকে সাগর পানে ঝর্না ছোটে!
যে নামে আধার কেটে ভোর হয়ে যায় পাখির ডাকে!
যে নামে নদীর জ্বল দোল দিয়ে যায় আঁকে বাঁকে!
আল্লাহ আঁকবার সে নাম আল্লাহ আঁকবার!!


যে নামের ধ্বনি শুনে অত্যাচারি হৃদয় কাপে!
যে নামে গভির রাতে বুক ভেসে যায় অনুতাপে!
যে নামে সিজদা করে অশ্রু ফেলে জায় না মাজে!
যে নামে তসবিহ জপে দিন রজ নি সকল কাজে!
আল্লাহ আঁকবার সে নাম আল্লাহ আঁকবার!!


তারিখ-২৮/০৯/২০২২
মোঃ তবিবুর রহমান হৃদয়