আজ ও রহমতের দ্বার হয়নি তো বন্ধ
তওবা করে ফিরে এলে হবে না তোর মন্দ,
আজ ও আছে তাওবার দ্বার উন্মুক্ত
সমনের কালো ছাঁয়ায় হবে যে সব বন্ধ


মউ তের চিঠি এলে থেমে যাবে কোলাহল
লাভ হবে না তখন ফেলে ঐ আঁখি জ্বল
তওবা করে নফস টারে কর পরিশুদ্ধ,


ক্ষণিকের অতিথী তুই এ নিখিল ধরা ময়
এ জগত সংসার মিছে মায়া অভিনয়
মিছে এই জীবনে কবিতার ছন্দ