সুহেল ইবনে ইসহাক (ইন্দীবর কবি)

সুহেল ইবনে ইসহাক (ইন্দীবর কবি)
জন্ম ২৫ ডিসেম্বর
জন্মস্থান সিলেট , বাংলাদেশ
বর্তমান নিবাস টরন্টো , কানাডা
পেশা চাকুরী
শিক্ষাগত যোগ্যতা এম,বি,এ,

সুহেল ইবনে ইসহাক সিলেট জেলায় জন্মগ্রহণ করেন । তাঁর পিতার নাম মোহাম্মদ ইসহাক আলী ও মাতার নাম সায়রা বেগম । ফাইনান্স ও ব্যাংকিং-এর উপর এমবিএ করেছেন সাউথইস্ট ইউনিভার্সিটি থেকে ।তিনি “বিবিআইএ” এর সিনিয়র শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করেন এবং ২০১৪ সাল পর্যন্ত তিনি যমুনা ব্যাংক বাংলাদেশ লিমিটেডে নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৪ সালে পরিবার সহ তিনি কানাডার টরন্টোতে অভিবাসিত হোন। তিনি দেশ-বিদেশের বিভিন্ন দৈনিক, সাপ্তাহিক, মাসিক পত্রিকা, সংবাদপত্র ও বিভিন্ন ব্লগে কবিতা, কলাম, আর্টিকেল, গীতিকবিতা ইত্যাদি লিখে আসছেন। প্রকাশিত কাব্যগ্রন্থঃ "হৃদয়ে আঁকা ছবি"(১৯৯৮সাল),সম্পাদিত গ্রন্থঃ লিটল ম্যাগাজিন আয়না" (১৯৯৭সাল), কাব্যগ্রন্থঃ নিঃশব্দের নিঃশ্বাস (২০১৭-একুশে বইমেলা),গীতি কাব্য:“জীবন নদের ঢেউ” (২০১৭-একুশে বইমেলা) তাছাড়া উপন্যাসঃ “সবুজ সন্তান”, কাব্যগ্রন্থঃ “অনাবৃত বিরহ” ও “নির্বাক নির্বাসন” এবং প্রবন্ধগ্রন্থঃ“বিবিধ” সহ আরো কিছু বই প্রকাশের অপেক্ষায় আছে ।

সুহেল ইবনে ইসহাক (ইন্দীবর কবি) ৬ বছর ৮ মাস হলো গানের পাতায় আছেন।


Lyrics RSS

এখানে সুহেল ইবনে ইসহাক (ইন্দীবর কবি)-এর ৩টি গানের কবিতা পাবেন।

তারিখ
শিরোনাম
মন্তব্য
১২/১০
৫/৯
৩০/৮

শেয়ার করুন: