আকাশে মেঘ ঘনিয়ে এলো,
চারিদিক হলো গভীর কালো,
কে জানত এভাবে তুই নিবি বিদায়।
বৃষ্টি হলো খুবই অল্প,
অন্ধকার মানেই দুঃখের গল্প,
মেঘের গর্জন ঢাকা দিল আমার কান্নায়।।


একবার পারলে ফিরে আয়।
আর আমাকে দিস না বিদায়।
ফেরার এখানো আছে সময়।
পারছি না আমি থাকতে অপেক্ষায়।


হঠাৎ এলো সেদিন ঝড়,
উড়িয়ে দিল আমার ঘর,
রেখে আমার এ হৃদয় শূন্যতায়।
তুই তো সেদিন চলে গেলি,
কি যে তুই সুখ পেলি,
ভুলে গিয়ে শুধু যে আমায়।।


একবার পারলে ফিরে আয়।
আর আমাকে দিস না বিদায়।
ফেরার এখানো আছে সময়।
পারছি না আমি থাকতে অপেক্ষায়।


একদিন এ ঝড় থমকে যাবে,
সময় জানে সেদিন কবে,
আসিস সেদিন তুই, ফিরে একবার।
জানিয়ে দেব সেদিন আমি,
তুই এখনো কতটা দামি,
তোকে বাসব ভালো, আমি প্রতিবার।।


একবার পারলে ফিরে আয়।
আর আমাকে দিস না বিদায়।
ফেরার এখানো আছে সময়।
পারছি না আমি থাকতে অপেক্ষায়।


যদি কিছুটা সময় পাস,
পারিস যদি, একটু ঘুরে যাস,
এই বৃষ্টি ভেজা হৃদয় থেকে।
মন, ঠিক আগের মতোই আছে,
না মরে, কোনোরকমে বেঁচে,
গিয়েছিলি আমায়, যেভাবে তুই রেখে।।


একবার পারলে ফিরে আয়।
আর আমাকে দিস না বিদায়।
ফেরার এখানো আছে সময়।
পারছি না আমি থাকতে অপেক্ষায়।