ওগো আমার মনের চির উদাস আন্ মনা,
সুরের মেলায় দূরের খেলায় কীসের অত ঢেউ গোনা ||


ক্লান্ত আমার পান্থ তুমি ফিরবে বলে
স্নিগ্ধ সোনার আলো ঝরে নদীর কোলে-----
খেয়ার মাঝি ওই যে ডাকে এপার থেকে যায় শোনা ||


সাঁঝের বেলায় বসে আছি শিউলি তলায় একা,
হাওয়ার ব্যথা মেলে ভাবি কখন পাব দেখা |
সন্ধ্যাতারার মুগ্ধ আঁখি আকাশপারে
অন্ধকারে উঠলো জ্বলে সারে সারে ------
তোমার ঘরের প্রদীপ হয়ে আমিও কি জ্বলবো না  ||