ও আমার মন যমুনার অঙ্গে অঙ্গে ভাব তরঙ্গে কতই খেলা
বধূ কি তীরে বসেই মধুর হেসে দেখবে শুধু সারাবেলা ??


ও রূপের মিথ্যে গরব অমন যদি বিরূপ থাকে
ও গুণের কি দাম বলো লাজেই যদি আগুন ঢাকে?
কবে আর আসবে সময় বাসবে ভাল ভাসবে ময়ূরপঙ্খী ভেলা?


কি অত বিচার করা অবিচারের ভয় করে যে
কি অত হিসাব করাবেহিসাবের ভুল ধরে যে!


এখনো ডুব না দিলে করবে সিনান হয়গো কবে?
গাগরী ভরার বেলা অবহেলায় সাঙ্গ হবে
মনের ঐ সোনা যে হয় আনমনাগো দিন গোনাতে মাটির ঢেলা।।